বার্মিংহামের স্মলহিথ পার্কের শহীদ মিনার ও সহকারী হাইকমিশনারের ভূমিকা

শেয়ার করুন           ১৯৭১সালে ২৮ মার্চ বহির্বিশ্বে প্রথম প্রায় ১০ হাজার লোকের উপস্থিতিতে ঐতিহাসিক স্মলহিথ পার্কে পতাকা উত্তোলন করা হয়। এমন ঐতিহাসিক স্থানে ২০১৪ সালে প্রথম কয়েকজন দেশ প্রেমিকের উদ্যোগে ঐ ঐতিহাসিক স্থানে নিজ খরচ এবং শ্রমের বিনিময়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরেই উদযাপিত হয়। বলে রাখা ভালো বর্তমান মনুমেন্ট প্রজেক্ট কমিটির উচ্চ পর্যায়ের পদবী সহ অনেকেই ছিলেন না এই প্রাথমিক কমিটিতে।   তার কারনে অনেক হুমকি-ধমকি সহ একটি প্রেস কনফারেন্স শারিরীক আক্রমণের শিকার হতে হয়েছে আমাদেরকে। তখন থেকে ধারাবাহিক ভাবে ২০১৫/১৬/১৭/১৮ সালে … Continue reading বার্মিংহামের স্মলহিথ পার্কের শহীদ মিনার ও সহকারী হাইকমিশনারের ভূমিকা